E-book, India. — 58 p.
Saren Jagneshwar. Grammar of the Santali language (in Bengali)
সাঁওতালি ভাষা অস্ট্রো-এশীয় ভাষাপরিবারের সাঁওতালি উপপরিবারের একটি ভাষা। হো এবং মুন্ডারি ভাষার সাথে এর মিল আছে। ২০০১ সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রায় ৫৯ লক্ষ ৪০ হাজার সাঁওতালীভাষী মানুষ বসবাস করেন। এছাড়া বাংলাদেশে তাঁদের সংখ্যা ২০১১ সালের গণনা অনুযায়ী প্রায় ২ লক্ষ ২৫ হাজার ও নেপালে ৪৯ হাজার ৯০০।ভুটানেও কিছু মানুষ সাঁওতালি ভাষায় কথা বলে থাকেন। বেশির ভাগ সাঁওতালিভাষী মানুষ ভারতের ঝাড়খণ্ড, আসাম, বিহার, ওড়িশা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে। সাঁওতালি ভাষার নিজস্ব লিপি আছে, যার নাম অলচিকি লিপি। তবে বাংলা লিপি, ওড়িয়া লিপি, রোমান হরফ ও দেবনাগরীতেও এই ভাষার লিখন বহুল প্রচলিত। সাঁওতালি ভাষাভাষীদের মধ্যে স্বাক্ষরতার হার এখনও পর্যন্ত যথেষ্টই কম। প্রথম ভাষা হিসেবে ভারতে সাক্ষরতার হার তাঁদের মধ্যে সামগ্রিকভাবে মাত্র ১০-৩০%। যদিও বাংলাদেশে এই হার তুলনায় অনেকটাই বেশি, প্রায় ৫০%.